পন্টিংকে টপকে গেলেন কোহলি
তাকে নিয়ে কোন বিশেষণই বুঝি যথেষ্ট নয়। ব্যাট হাতে বিরাট কোহলির মাঠে নামা মানেই রানের ফুলঝুরি। সেই রান উৎসবে একের পর এক রেকর্ডও গড়ছেন এই মহাতারকা। মঙ্গলবার নাগপুরে ফের ঝড় তুললেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই তুলে নিয়েছেন অসাধারণ এক শতরান। এই ইনিংস খেলার পথে আরেক ইর্ষনীয় রেকর্ড যোগ হলো বিরাট কোহলির নামের পাশে।